বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকাগামী লঞ্চ মর্নিং সান-৯ এর সঙ্গে বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষ হয়েছে। সোমবার (৮ আগস্ট) রাতে উপজেলার সন্ধ্যা নদীতে এ সংঘর্ষ হয়।
জিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. রাজ্জাক মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।
বিকেলে পিরোজপুরের হুলারহাট লঞ্চঘাট থেকে মর্নিং সান ৯ লঞ্চটি ছেড়ে গেছে। সন্ধ্যার পর সন্ধ্যা নদীতে বালুভর্তি বাল্কহেডের সঙ্গে মর্নিং সান ৯ লঞ্চটির সংঘর্ষ হয়। লঞ্চের প্লেনশিটের অংশ ফেটে গিয়ে ভেতরে পানি ঢুকতে শুরু করলে লঞ্চটি ডুবতে শুরু করে। চালক লঞ্চটিকে দ্রুত সময়ে পাড়ে নিয়ে আসার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপদে পাঠিয়ে দেওয়া হয়েছে।
উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. রাজ্জাক মোল্লা খবর বাংলা বলেন, যাত্রীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা নেই। যাত্রীদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাল্কহেড চালক ও তার সহকারী পলাতক রয়েছে। কোনো হতাহতের ঘটনা নেই।
+ There are no comments
Add yours