আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বিশেষ করে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে আর্থিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।
নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নিরাপত্তা পরিষদ আয়োজিত ‘আফ্রিকাতে শান্তি ও নিরাপত্তা : টেকসই শান্তির জন্য সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে এ আহ্বান জানান স্থায়ী প্রতিনিধি।
স্থায়ী প্রতিনিধি আফ্রিকান ইউনিয়ন এবং অন্যান্য আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সংস্থাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আফ্রিকায় সক্ষমতা তৈরিতে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।
পিবিসি হলো জাতিসংঘের ৩১ সদস্যের একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা। যা সংঘাত-আক্রান্ত দেশগুলোর শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করে। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পিবিসির বর্তমান চেয়ারম্যান।
+ There are no comments
Add yours