বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতন বন্ধে সোচ্চার রিকশাচালক

Estimated read time 1 min read
Ad1

রংপুরে বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতন বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোচ্চার থাকার শপথ নিয়েছেন ২৫০ রিকশাচালক।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়াতে তাদের পরনে থাকবে ‌‌‍‘আমি বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতন বন্ধে সোচ্চার’ সম্বলিত টি-শার্ট (গেঞ্জি)।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সচেতনতা সৃষ্টিতে ২৫০ রিকশাচালকের মধ্যে গেঞ্জি, বিস্কুট, স্টিকার বিতরণ করা হয়।

বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতন বন্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বর্ণনারী অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে এ উদ্যোগের প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার নুরে আলম মিনা বলেন, শুধু আইন করে বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। এসব বন্ধে জনসচেতনতা বাড়াতে হবে। আমাদের সমাজে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধের ব্যাপারে মানুষের মধ্যে যত সচেতনতা সৃষ্টি হবে, অপরাধমূলক কর্মকাণ্ড তত কমে আসবে।

এসময় অতিথিরা নারী ও শিশুবান্ধব পরিবেশ গড়তে জনসেচতনতা সৃষ্টিতে গণউদ্বুদ্ধকরণ শীর্ষক এই অনুষ্ঠানের প্রশংসা করেন। একই সঙ্গে বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতনে বন্ধে ইতিবাচক পরিবর্তনে রিকশাচালকরাও সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours