ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৩ হাজার টাকা জরিমানা

Estimated read time 1 min read
নুরুল আবছার নূরীঃ
Ad1

আজ ০৯ আগষ্ট বিদ্যুৎ সাশ্রয়ে চলমান অভিযানের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝংকার মোড়, এবং বিবিরহাট বাজার এলাকায় ভ্র্যমমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির রাহমান সানি।

অভিযান চলাকালীন সরকারি নির্দেশ উপেক্ষা করে রাত ৮ টার পর দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধের দায়ে হোটেল, মুদির দোকান, ফার্নিচারের দোকান, কাপড়ের দোকান, রড সিমেন্টের দোকান, গাড়ির যন্ত্রাংশের দোকানসহ মোট ৯ টি প্রতিষ্ঠানকে দন্ডবিধি, ১৮৬০, বিদ্যুৎ আইন, ১৯১০, অত্যাবশ্যকীয় পণ্য নিয়িন্ত্রণ আইন, ১৯৫৬ এবং হোটেল ও রেস্তোরা আইন, ২০১৪ এর বিভিন্ন ধারায় সর্বমোট ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা প্রদান করা হয়।

উল্লেখ্য যে, গতকাল(৮ আগষ্ট) বিদ্যুৎ সাশ্রয়ে অভিযানে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা করা হয়েছিলো। জনস্বার্থে এ ধরণের অভিযান আরো জোরদার করা হবে বলে খবর বাংলার প্রতিনিধিকে জানান।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours