কুমিল্লায় প্রেমিকার ছোট বোনকে অপহরণ করে উভয় পরিবার থেকে প্রেমের স্বীকৃতি আদায় করেছেন রকিবুল ইসলাম আপন (২২) এবং মাশরাফি আক্তার মুন্নী (১৮) নামের প্রেমিক যুগল।
কুমিল্লার তিতাস উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, তিতাস উপজেলার কেশবপুর গ্রামের মো. মাঈন উদ্দিনের মেয়ে মাশরাফি আক্তার মুন্নীর সঙ্গে তার আপন খালাতো ভাই আপন হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক রকিবুল ইসলাম আপন একই এলাকার আনিসুর রহমানের (আনিস ড্রাইভারের) ছেলে। বর্তমানে তারা গাজীপুরে একটি ভাড়া বাসায় থাকেন।
প্রেমকে পরিণতি দিতে বারবার উভয়ের পরিবারে বলা হলেও কেউই মানতে চায়নি। পরবর্তীতে মাস দুয়েক আগে প্রেমিক যুগল কোর্টে উকিলের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর আপনের পরিবার সম্পর্ক মেনে নিলেও আপন বেকার হওয়ায় বিয়ে মেনে নিতে চায়নি মুন্নীর পরিবার।
প্রেমিক যুগল পরিবারের স্বীকৃতি আদায়ে প্রেমিকা মুন্নীর ছোট বোন মুনিরাকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার ফন্দি আঁটেন। পরিকল্পনা ছিল মুক্তিপণের টাকা দিয়ে ইউরোপ চলে যাবেন উভয়ে।
রোববার (৭ আগস্ট) দাউদকান্দির একটি বাসা থেকে অপহৃত মুনিরাকে উদ্ধার এবং অপহরণকারী আপন এবং তার বন্ধু মো. ভাসানীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। মামলা করতে রাজি না হওয়ায় পরে উভয় পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয় ভিকটিম এবং অভিযুক্তকে।
এর একদিন পর মঙ্গলবার (৯ আগস্ট) উভয় পরিবার বসে সিদ্ধান্ত নেয় মুন্নী এবং আপনের সম্পর্ক মেনে নেওয়ার। আগামী শুক্রবার পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সারার কথা রয়েছে।
+ There are no comments
Add yours