কাতার বিশ্বকাপের প্রায় ১০০ দিন বাকি। নিয়ম ভেঙে এবারই প্রথম বিশ্বকাপ হচ্ছে জুন-জুলাই মাসের বাইরে।
এবার ইউরোপীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, সূচিই বদলে দিতে যাচ্ছে ফিফা।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম দিয়ারিও ওলের বরাত ধরে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা খবর জানিয়েছে, ফিফা আসন্ন কাতার বিশ্বকাপের সূচি বদলে দেওয়ার বিষয়ে জোরেশোরেই চিন্তাভাবনা করছে। নতুন সূচি অনুসারে কাতার বিশ্বকাপ শুরুর তারিখ এগিয়ে আসতে পারে ১ দিন।
বর্তমান সূচি মোতাবেক বিশ্বকাপ শুরু হওয়ার কথা ২১ নভেম্বর। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা ১ দিন এগিয়ে ২০ নভেম্বর নিয়ে আসার কথা ভাবছে ফিফা। স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচটা নতুন সূচিতে এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে ফুটবলের সর্বোচ্চ সংস্থায়। সেটা হলে কাতার আগামী ২০ নভেম্বর মুখোমুখি হবে ইকুয়েডরের।
নতুন প্রস্তাবিত সূচি অনুসারে কাতারের সেই ম্যাচটি ২০ নভেম্বর ইউরোপীয় সময় দুপুর ২টা, বাংলাদেশ সময়ে সন্ধ্যা ৬টায় ম্যাচটি মাঠে গড়াবে। আর নেদারল্যান্ডস-সেনেগালের ম্যাচটা মাঠে গড়াবে ২১ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
এই পরিবর্তন অনুমোদন পেতে ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। এই ব্যুরো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর ছয়টি মহাদেশীয় সংস্থার প্রধানকে নিয়ে গঠিত হবে।
+ There are no comments
Add yours