তেলের দাম শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই বেড়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আর দেশের অভ্যন্তরীণ কোনো কারণে দাম বাড়েনি। বেড়েছে একমাত্র যুদ্ধের প্রভাবেই। কিন্তু এটি নিয়ে বিরোধীরা মিথ্যাচার করছে।
বুধবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার ইচ্ছে করে দাম বাড়ায়নি। বাড়ানোর কারণ, সরকার অনেক বেশি দামে তেল কিনেছে। আগামী দিনগুলোতে যাতে তেলের সংকট না হয়, ঠিকঠাক মতো যেন আমরা তেল পাই সেজন্যই বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে, স্বাস্থ্য সেবা এগিয়ে যাচ্ছে। প্রোপাগাণ্ডা করে কখনও এগোনো যাবে না। বাস্তবে যা আছে সেটা মানতে হবে, দেখতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের (ডব্লিউএইচও) বাংলাদেশ রিপ্রেজেনটেটিভ ড. বার্দান জাং রানা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম প্রমুখ।
+ There are no comments
Add yours