সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুলছাত্রীকে হত্যার দায়ে সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামে এক যুবকের মৃত্যুদণ্ড ও একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত।
বুধবার (১০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলার শোলাকুড়া গ্রামের শ্রী পবিত্র সরকারের মেয়ে পূজা সরকার শোলাকুড়া মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে লেখাপড়া করতো। স্কুলে যাওয়ার সময় প্রতিবেশী যুবক শ্রী সঞ্চয় চন্দ্র সরকার প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিত, বিরক্ত করত। পূজা সরকার তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে সঞ্জয় ক্ষিপ্ত হয়ে ২০২১ সালের ৩ মে বাড়িতে রান্না করা অবস্থায় ধারালো ছুরি দিয়ে পূজা সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
পরে পূজা সরকারের বাবা শ্রী পবিত্র সরকার বাদী হয়ে বেলকুচি থানায় হত্যা মামলা করেন। মামলার পরে পুলিশ শ্রী সঞ্জয় চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সঞ্জয় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাক্ষ্যগ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
+ There are no comments
Add yours