বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মেট্রো রেলের শ্রমিকরা। বুধবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাব মেট্রো রেল স্টেশনের সামনে জড়ো হয়ে তারা এ বিক্ষোভ করেন।
পরে দুপুর ১টার পর সংশ্লিষ্ট কর্মকর্তার আশ্বাসে তারা কর্মসূচি তুলে নেন।
দ্রুত বেতন পরিশোধের দাবি করে তারা বলেন, বেতন না পাওয়ায় বাসা ভাড়া দিতে পারতেছি না, খাবার খরচ দিতে পারতেছি না। বাসা থেকে যাতায়াত করি সেই টাকাও নেই আমাদের কাছে। বাড়িতেও পরিবারকে টাকা দিতে পারতেছি না। আমরা অতি দ্রুত বেতন পরিশোধের দাবি করছি।
শ্রমিকরা আরও বলেন, শ্রমিকদের চাকরিচ্যুত করতে পারলে কর্মকর্তাদের পকেটে টাকা আসে। তারা নতুনদের নিয়োগ দিয়ে ৩০ হাজার টাকা ঘুষ নেয়।
এদিকে, বিক্ষোভ চলাকালীন এসএমসিসি ও আইটিডি জেভির এডমিন ফখরুল ইসলাম ঘটনাস্থলে এসে বলেন, আগামীকালই শ্রমিকদের বেতন দেওয়া হবে। ভুল তথ্য দিয়ে তাদের আন্দোলনে নামানো হয়েছে।
+ There are no comments
Add yours