চট্টগ্রামের খুলশী থানার গরিব উল্লাহশাহ মাজার এলাকায় সেন্টমার্টিনগামী বিলাসবহুল একটি বাসে অভিযান চালিয়ে তাহেরা বেগম নামে এক যাত্রীকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে তাকে আটক করা হয়েছে। কেউ যাতে তাকে মাদক কারবারি হিসেবে সন্দেহ না করে সেজন্য জন্য সাড়ে তিন বছরের একটি শিশুকে নিয়ে বাসটিতে উঠেছিলেন তাহেরা।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ-পরিদর্শক মো. আবদুল মতিন মিঞা বাদী হয়ে চট্টগ্রাম নগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করেছেন। জব্দকৃত ইয়াবার মূল্য ৯ লাখ টাকা।
সোমেন মন্ডল বলেন, এখন ভোররাতে বিলাসবহুল গাড়িতে ইয়াবা পাচার হচ্ছে। আর এজন্য রাতের গাড়িগুলোকে টার্গেট করা হয়। যাতে কেউ সন্দেহ না করে সেজন্য বাচ্চাদেরও সঙ্গে রাখা হয়। অনেক সময় বাচ্চাদের ডায়াপারে করে মাদক বহন করা হয়।
+ There are no comments
Add yours