অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে আজ ঢাকা মহানগরে ১০টি স্পটে বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত ২৪টি বাসের বিপরীতে ৯২ হাজার টাকা জরিমানা করেছেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিআরটিএর উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
এছাড়া রুটভায়েলেশন/রুট পারমিট বিহীন, হাইড্রলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৯৫টি বাসের বিপরীতে ৯৫টি মামলায় ৩ লাখ ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আজিজুল ইসলাম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন।
+ There are no comments
Add yours