রাজধানীর নামা শ্যামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এ সময় বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ৬ জনকে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সোয়া ১১টা থেকে বিকেল সোয়া ৬টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন হক বলেন, আমরা বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেছি। অভিযানকালে আমরা বাসা বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করতে দেখেছি। এজন্য আমরা আইন অনুযায়ী অর্থদণ্ড দিয়েছি।
এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য জোন-১ এর ব্যবস্থাপক মশিউর রহমান, জোন-২ এর ব্যবস্থাপক সাইফুল ইসলাম, আবাসিক জোন-১ এর ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours