ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন ছয়টি কবরস্থানে সাধারণ কবরের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ পাঁচশত টাকা।
তবে দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের ক্ষেত্রে ফি ১০০ টাকা।
বনানী কবরস্থান ছাড়া ডিএনসিসির অধীন বাকি কবরস্থানগুলোর মধ্যে রয়েছে- উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান ও উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ১৪তম করপোরেশন সভায় এ ফি নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
তিনি বলেন, মানুষকে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করার লক্ষ্যে ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন কবরস্থানগুলোতে শুধুমাত্র পুনঃকবরের রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়েছে।
জনসংযোগ কর্মকর্তা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানী কবরস্থান ছাড়া অন্যান্য কবরস্থানে কবরের ওপর পুনঃকবর প্রদানের জন্য ৩০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বনানী কবরস্থানে কবরের ওপর পুনঃকবর প্রদানের জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
+ There are no comments
Add yours