ব্যবসায় লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর করার দাবি

Estimated read time 1 min read
Ad1

ব্যবসায় সব ধরনের লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর পর্যন্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি শহিদউল্লাহ আজিম।

তিনি বলেন, ব্যবসায় লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর পর্যন্ত করে দেওয়া হলে ব্যবসা সহজীকরণের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্সের (এমসিসিআই) উদ্যোগে আয়োজিত ইজ অব ডুয়িং বিজনেস সংক্রান্ত এক আলোচনা সভায় এ কথা বলেন।

তিনি সকল ধরনের লাইসেন্স, বিশেষ করে ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর করার অনুরোধ জানিয়ে বলেন, এতে করে ব্যবসায় স্বচ্ছতা রক্ষা হবে, সরকার একইসাথে ৫ বছরের রাজস্ব পাবেন এবং ব্যবসায় কাগজপত্র কম লাগবে, যা সরকারের ডিজিটালাইজেশন রূপকল্পের সাথে সঙ্গতিপূর্ণ।

এমসিসিআই সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সভায় এমসিসিআইয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, এমসিসিআইএয়ের বর্তমান বোর্ডের জ্যেষ্ঠ সহ-সভাপতি কামরান টি রহমান ও অন্যান্য সদস্যসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours