হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটিং আরো গোপন ও সুরক্ষিত করতে চ্যাটে স্ক্রিনশট বন্ধ করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
যেসব মেসেজ ভিউ ওয়ান্সের মাধ্যমে পাঠানো হবে, সেগুলোর স্ক্রিনশট নেওয়া যাবে না। একবার দেখা হয়ে গেলে স্ক্রিন থেকে অদৃশ্য হবে এই চ্যাট। ভিউ ওয়ান্সের মাধ্যমে শুধু ছবি ও ভিডিও পোস্ট করা যায়।
ইতোমধ্যে নতুন এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘দারুণ জনপ্রিয়তা পেয়েছে ভিউ ওয়ান্স ফিচার। ছবি ও ভিডিও পাঠানোর জন্য অনেকেই ফিচারটি ব্যবহার করছেন।’
‘এবার ভিউ ওয়ান্স ফিচারে স্ক্রিনশট ব্লক করার অপশন আসছে। ইতোমধ্যেই আমরা এই ফিচারটির পরীক্ষা শুরু করেছি। শিগগির এটি সব গ্রাহকের ফোনে পৌঁছে যাবে।’
চলতি সপ্তাহে আরও দুটি সুরক্ষা ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। প্রথম ফিচারে নীরবে গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া যাবে। আগে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের হলে গ্রুপের সব সদস্যের কাছে নোটিফিকেশন পৌঁছাত। এবার শুধুমাত্র অ্যাডমিনরাই সে তথ্য জানতে পারবেন।
+ There are no comments
Add yours