কলকাতায় ফোর্ট উইলিয়াম লাগোয়া ভিক্টোরিয়া মেমোরিয়ালে ড্রোন উড়িয়ে ভিডিও শুটের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে সেখানকার পুলিশ।
আটকের পরে গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়। ২৩ আগস্ট পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ ও সেনা গোয়েন্দাও তাদের জেরা করতে পারেন।
যে দুজনকে আটক করা হয়েছে তারা হলেন- মো. সিফাত (২০) ও মো. জিল্লুর রহমান (৩৫)। দুজনের বাড়িই রাজশাহী জেলার বাঘা উপজেলায়।
এর সঙ্গে অভিযোগ উঠেছে ভিক্টোরিয়ায় ওড়ানো ড্রোনটি চীনের তৈরি। তাই বিষয়টি আলাদা গুরুত্ব দিয়ে দেখছেন ভারতীয় গোয়েন্দারা।
পুলিশ জানিয়েছে, গত ৯ আগস্ট পাসপোর্ট ও ভিসা নিয়ে কলকাতায় আসেন ওই বাংলাদেশিরা। বুধবার বিকেলে ভিক্টোরিয়ায় ঘুরতে আসেন। ডিউটিরত সিআইএসএফ কর্মীরা হঠাৎ ভিক্টোরিয়া চত্বরে একটি ড্রোন উড়তে দেখেন। পরে ড্রোনসহ তাদের আটক করা হয়।
এদিকে ইমিগ্রেশন চেকিংয়ের সময় দুই বাংলাদেশির সাথে থাকা ড্রোন কেন ধরা পড়েনি, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। এই ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
+ There are no comments
Add yours