বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী অর্থাৎ শোক দিবস উপলক্ষে র্যাব সদরদপ্তরের উদ্যোগে পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজধানীর উত্তরার বাইতুস সালাম মসজিদ-মাদরাসা কমপ্লেক্সে দুঃস্থ ও এতিমের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও র্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
র্যাব-১ এর তত্ত্বাবধানে দুই শতাধিক দুঃস্থ ও এতিমের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। সারাদেশে র্যাবের সকল ব্যাটালিয়নের তত্ত্বাবধানে তিন হাজারের বেশি অসহায়, দুঃস্থ, এতিম ও দরিদ্রের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
এ ছাড়া কর্মসূচির মধ্যে ছিল বিশেষ আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
+ There are no comments
Add yours