হাটহাজারী প্রতিনিধি :
বিশ্বব্যাপি মহামারি করোনা প্রাদুর্ভাবে যখন আতংক বিরাজ করছে বাংলাদেশও তার ব্যাতিক্রম নয়।এই মহামারি করোনায় সারাদেশে ন্যায়ে চট্টগ্রামে হাটহাজারীতে প্রাইমারি শিক্ষক মৃত্যু বরন ও আক্রান্ত খবর পাওয় গেছে।
এই পর্যন্ত ৬জন শিক্ষক আক্রান্ত ও ২জনের মৃত্যু বরণ করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সুত্রে জানা যায়, শিক্ষকদের মধ্যে করোনায় মারা গেছেন উপজেলা মনসুরাবাদ সর:প্রা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন বড়ুয়া, পৌর সদরস্ত চন্দ্রপুর সর:প্রা:বিদ্যালয়ে সহকারী শিক্ষক আবদুল কাদের।
করোনা আক্রান্ত হয়েছেন পূর্ব মেখল সর:প্রা:বিদ্যালয়ের ইসমত আরা,ফরহাদাবাদ ইসলামিয়া সর:প্রা:বিদ্যালয়ে সহ:শিক্ষক ফুলমতি,হাটহাজারীতে মডেল সর:প্রা:বিদ্যালয়ে আবদুল আজিজ,পুর্ব মেখল পেশকার বাড়ির প্রা:বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনকোষ বড়ুয়া,নাজিরহাট সর:প্রা:বিদ্যালয়ের মো:গিয়াস উদ্দিন,মিরেরখীল সর:প্রা:বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মেহুরনেছা।
এছাড়াও জোবরা সর:প্রা:বিদ্যালয়ে করোনা উপসর্গ নিয়ে ক্যান্সার মৃত্যুবরন করেন এবং অনেক শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হলেও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে অনেকে সুস্থ হয়েছে বলে জানান।
যে ৬ জন বর্তমানে আক্রান্ত আছেন তারা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
কয়েকজন শিক্ষকরা জানান, নিন্ম বেতনের শিক্ষকরা করোনা আক্রান্ত হওয়ায় পরিবার নিয়ে আর্থিকসহ বিভিন্ন ধরণের সংকটে রয়েছে। মাঝে মধ্যে দাপ্তরিক কাজে উপজেলায় শিক্ষা অফিসে যেতে হয়। তাই আক্রান্ত হওয়ার আতংকে থাকি।
উপজেলা প্রা: শিক্ষা অফিসার সাইদা আলম মুটো ফোনে প্রতিবেদককে জানান, করোনা প্রাদুর্ভাব শুরু থেকে এই পর্যন্ত ৬জন শিক্ষক আক্রান্ত হয়েছে ও ২জন মৃত্যু বরণ করেন।
সরকারী নির্দেশ অনুযায়ী বিদ্যালয় বন্ধ থাকলেও দাপ্তরিক কাজ মোবাইলে ও অনলাইনে মাধ্যমে যোগাযোগ করে তা নিস্পত্তি করছি।যারা আক্রান্ত হয়েছেন ও সুস্থ আছেন, তাদের সবাই জন্য দোয়া করি।যারা মৃত্যু বরন করেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের প্রতি সমেবেদনা জ্ঞাপন করছি।
+ There are no comments
Add yours