চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ায় স্যার আশুতোষ সরকারি কলেজের মূল ফটকের সামনে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগে উঠছে।
হামলায় ছাত্র ইউনিয়নের ৯ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করে কলেজ ছাত্রলীগের নেতারা বলছেন, বহিরাগত নিয়ে মানববন্ধন করায় সাধারণ শিক্ষার্থীরা তাদের ধাওয়া করেছে।
শনিবার (১৩ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে হামলার এ ঘটনা ঘটেছে। স্যার আশুতোষ সরকারি কলেজের শিক্ষক সংকটসহ বহুমুখী সংকট নিরসনের দাবিতে এ মানববন্ধনের ডাক দিয়েছিল ছাত্র ইউনিয়ন।
আহতদের মধ্যে আছেন- ছাত্র ইউনিয়নের কলেজ শাখার আহ্বায়ক হিমেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত, বাংলাদেশ যুব ইউনিয়ন দক্ষিণ জেলার সভাপতি সনত বড়ুয়া, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু, ছাত্র ইউনিয়ন দক্ষিণ জেলার সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, সাবেক ছাত্রনেতা সেহাব উদ্দিন সাইফু, ছাত্র ইউনিয়ন দক্ষিন জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য মোহাম্মদ ইয়াছিনসহ ৯ জন।
তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন তারেক। তিনি বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মী ছাত্র ইউনিয়নের উপর হামলা করেনি। তারা বহিরাগত নিয়ে মানববন্ধন করছিল। তাই সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে বাধা দিয়েছে। তারা শুধুশুধু আমাদের উপর দায় চাপাচ্ছে।
তিনি বলেন, তারা মানববন্ধন করছে ঠিক আছে, কিন্তু বহিরাগতদের নিয়ে কেন করতে হবে। তারা মানববন্ধন করার অনুমতি কলেজ কর্তৃপক্ষ থেকেও নেয়নি। ক্লাস চলাকালীন সময়ে কিসের মানববন্ধন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, আমরা শুনেছি সাধারণ শিক্ষার্থীরা তাদের মানববন্ধনে ধাওয়া করেছে। তাদের মানববন্ধনে কয়েকজন বহিরাগত ছিলো। তাই তাদের ধাওয়া দিয়েছি বলে শুনেছি। যেহেতু ধাওয়া করেছে কয়েকজন আহত হতেই পারে। ঘটনার পরে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
+ There are no comments
Add yours