‘বর্তমানে সনদপত্রের কোনো গুরুত্ব পৃথিবীতে নেই। তুমি কি জানো এবং কতটা জানো এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ।’ বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।
শনিবার (১৩ আগস্ট) রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বাইনারি ফেস্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তরার পলওয়েল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাফর ইকবাল আরও বলেন, ‘উত্তরা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষকরা তরুণ। বিষয়টা আমার খুব ভালো লেগেছে। তরুণদের হাতে থাকলে এই বিভাগে অনেক কাজ হবে। যেসব কাজের মাধ্যমে বিভাগ এবং শিক্ষার্থীরা উপকৃত ও সমৃদ্ধ হবে।’
উত্তরা ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম সাইফুল্লাহ সাদীর সভাপতিত্বে বাইনারি ফেস্টে গেস্ট অব অনার ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাবিদ আজিজ এবং অ্যাডমিশন অ্যান্ড প্রমোশন বিভাগের উপদেষ্টা আবিদ আজিজ।
+ There are no comments
Add yours