দেশে-বিদেশে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের প্রচারণা ও ষড়যন্ত্র শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রচারণা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ সাথে তিনি জানিয়েছেন, যতদিন দায়িত্বে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফেরানোর চেষ্টা চালিয়ে যাবেন। সোমবার (১৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, ‘বঙ্গবন্ধু অল্প দিনে এতসব অর্জন করলেন, আমাদের জাতিকে দিকনির্দেশনা দিলেন। শিক্ষা, সংস্কৃতি, ধর্ম— সবক্ষেত্রে তিনি দিকনির্দেশনা দিয়ে গেছেন। তার দিকনির্দেশনা অনুকরণ করে আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছেন। এ অবস্থায় বহু রকম ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের উন্নয়নের কারণে দেশে-বিদেশে বিভিন্ন রকমের প্রচারণা শুরু করেছে।’বঙ্গবন্ধুর খুনিদের প্রসঙ্গে ড. মোমেন বলেন, ‘আমি যতদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছি, ততদিন অবশ্যই খুনিদের ফেরানোর চেষ্টা চালিয়ে যাব। আমাদের একটা বঙ্গবন্ধু ফাউন্ডেশন আছে, যারা অনেক দিন ধরে এর সঙ্গে সম্পৃক্ত (বঙ্গবন্ধু হত্যা) ছিল তাদেরও বিচারের জন্য একটা আন্দোলন শুরু করেছি।’
+ There are no comments
Add yours