চট্টগ্রামে মোবাইল চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

Estimated read time 0 min read
Ad1

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা এলাকায় রফিকুল ইসলাম নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার নিজ বাড়ির পাশে রফিকুল বিষপান করে।

পরিবারের সদস্যদের অভিযোগ, তাকে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দেওয়ায় আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, মারা যাওয়া রফিকুল দাঁতমারা এলাকার বাসিন্দা। তার দুইজন ছেলে আছে।

রফিকুল ফার্নিচারের নকশা মিস্ত্রী, তার নিজের দোকান রয়েছে হেঁয়াকো বেক বাজার এলাকায়। কিন্তু পার্শ্ববর্তী দোকানদারের সঙ্গে ব্যবসায়িক ও রাজনৈতিক ঝামেলা ছিল তার।  গতকাল রোববার তার দোকানে একটি মোবাইল রেখে আসে তার প্রতিপক্ষের লোকজন। পরে বলা হয় রফিকুল মোবাইলটি চুরি করছে। পরে রফিকুলের দোকানে তল্লাশি করে তারা মোবাইলটি পায়।

এরপর  কমল নামের একজন রফিকুলকে মোবাইল চুরির অপবাদ দিয়ে দোকান থেকে নিয়ে মারধর করে আটকে রাখে। পরে ৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়। এই ঘটনার পরে বাড়িতে ফিরে বিষ পান করেন রফিকুল। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবুল হাসেম বলেন, মূলত মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে রফিকুল আত্মহত্যার জন্য বিষপান করেছিলেন। যাদের কারণে রফিকুল আত্মহত্যা করেছে তাদের বিচার চাই।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours