তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে শোক দিবস পালন

Estimated read time 0 min read
Ad1

দুই শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে।

সোমবার (১৫ আগস্ট) রাজধানীর মিরপুরে পাথওয়ের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত করা হয়।

পরে আলোচনা সভা ও শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও গণভোজ এবং তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলনসহ নানান কর্মসূচি পালন করে পাথওয়ে। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মিরপুরের প্রায় দুই শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি পরিবার, সমাজ, ও নিকট আত্মীয়দের ভাল ব্যবহার, নেতিবাচক দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে তাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করার অনুরোধ জানান। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান এবং অন্যান্য যে সকল মৌলিক অধিকার রয়েছে সেদিকে নজর দেওয়ার কথা বলেন। তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রশিক্ষিত করে কর্মক্ষেত্রে সুযোগ তৈরি করে রাষ্ট্রের সকল উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের কাজে লাগানোর আহ্বান জানান।

বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে ইতোমধ্যে তৃতীয় লিঙ্গের বেকারত্ব দূরীকরণ এবং তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ক্ষুদ্র ঋণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। যা স্বাধীনতার ৫১ বছরের ইতিহাসে মাইলফলক হতে পারে বলেও জানান পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours