কুমিল্লায় জাতীয় শোক দিবসের র্যালিতে মারামারিতে জড়িয়েছেন যুব মহিলা লীগের নেত্রীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৫ আগস্ট) কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে।
সকালে দেবিদ্বার উপজেলা থেকে শোক র্যালি বের করা হয়। এতে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এতে কে আগে থাকবেন, কে পরে থাকবেন তা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৪৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, তর্কাতর্কির একপর্যায়ে দেবিদ্বার উপজেলা যুব মহিলা লীগের সদস্য লিলি আক্তারের ওপর হামলা করেন আরেক সদস্য সুমি আক্তার। এ সময় সুমি আক্তারের সঙ্গে অন্যরাও যোগ দেন। পাশে ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা ও সদস্য বিথি আক্তার।
শোক র্যালিতে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন নবী তালুকদার, দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, সাংগঠনিক সম্পাদক ভিপি বাবুলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours