জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে এবার কুরিয়ার সার্ভিসে পণ্য পরিবহনের খরচে বেড়েছে। সর্বনিম্ন স্তরে বেড়েছে পণ্যভেদে ৫ টাকা থেকে সর্বোচ্চ ৫০ টাকা। পণ্যের ধরন ও ওজনভেদে এ খরচ আরও বেশি। পাশাপাশি কুরিয়ার কোম্পানিভেদেও খরচে কিছুটা কমবেশি রয়েছে।
দেশের সুপরিচিত কুরিয়ার কোম্পানি এস এ পরিবহন ঢাকা থেকে চট্টগ্রামে সর্বনিম্ন স্তরে পার্সেল পরিবহনে এখন নিচ্ছে সর্বনিম্ন ২০০ টাকা। আগে এ খরচ ছিল ১৫০ টাকা।
প্রতিষ্ঠানটি তাদের সেবার ধরনভেদে কুরিয়ারের খরচ ১৫ থেকে ২০ শতাংশ বাড়িয়েছে। এ ছাড়া অনলাইনভিত্তিক কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ই-কুরিয়ার তাদের এক্সপ্রেস সার্ভিসে ২০ থেকে ৩০ শতাংশ বেশি টাকা নিচ্ছে।
এর বাইরে অন্যান্য সেবার ক্ষেত্রেও কুরিয়ারের খরচ আগামী রোববার থেকে ২০ শতাংশ বাড়ানো হবে বলে জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বিপ্লব ঘোষ। হঠাৎ করে কুরিয়ারের খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। বিশেষ করে কুরিয়ার সেবা ব্যবহার করে পণ্য সরবরাহকারী অনলাইনকেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীরা।
অনলাইনকেন্দ্রিক ব্যবসায়ীরা বলছেন, এতে এক স্থান থেকে অন্যস্থানে পণ্য পাঠাতে তাঁদের খরচ বাড়বে। তাতে বিক্রি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজশাহীর প্রকাশনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক লণ্ঠন প্রকাশন’ আগে যেকোনো পরিমাণ বই পাঠকের কাছে পৌঁছে দিতে কুরিয়ার বাবদ খরচ নিত ২০ টাকা। কুরিয়ার খরচ বেড়ে যাওয়ায় এখন চিন্তিত তারা।
যদি কোনো ডকুমেন্ট কারও বাসা বা অফিসে পৌঁছে দিতে হয়, সে ক্ষেত্রে খরচ আরও ৫ টাকা বেশি, অর্থাৎ ৪০ টাকা। তাতে দেখা যাচ্ছে, ৩০ টাকার কুরিয়ার সেবার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকায়।
এ নিয়ে জানতে গতকাল সন্ধ্যায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কল সেন্টারে ফোন করেন এ প্রতিবেদক। কল সেন্টারে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠানটির কর্মী আবদুর রাজ্জাক জানান, ১০ আগস্ট থেকে তাঁদের সেবার মাশুল বাড়ানো হয়েছে। ৩০ টাকার সেবা মাশুল বাড়িয়ে করা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। আর ১০০ টাকার সেবা মাশুল বাড়িয়ে করা হয়েছে ১১০ থেকে ১২০ টাকা।
সুন্দরবন কুরিয়ারের রাজশাহী কার্যালয়ে টাঙানো নোটিশে দেখা যায়, প্রতিষ্ঠানটি চিঠি-ডকুমেন্ট পরিবহনে আগে ৩০ টাকা খরচ নিত। ওই টাকার মধ্যেই তাঁরা হোম বা অফিস ডেলিভারি দিত। এখন তা তা বাড়িয়ে করা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা।
সুন্দরবন কুরিয়ারের উত্তরাঞ্চলের উপমহাব্যবস্থাপক মো. আলতাফ হোসেন গণমাধ্যমকে বলেন, আগেরবার যখন জ্বালানির মূল্য বাড়ানো হয়েছিল, তখন তাঁরা খরচ বাড়াননি। কিন্তু এবার তাঁরা বাধ্য হয়ে কুরিয়ার খরচ বাড়িয়েছেন।
সূত্রঃ প্রথম আলো
+ There are no comments
Add yours