চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল মোড় থেকে বায়েজিদ রোডের ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত ও নালা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এ সময় প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ছয় দোকানদারকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।
আরেক অভিযানে সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত নগরের মুরাদপুর মোড় থেকে বিবিরহাট পর্যন্ত হাটহাজারী রোডের উভয় পাশের ফুটপাত ও রাস্তার অংশ দখল করে পুরাতন লোহার মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে আটজনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
+ There are no comments
Add yours