আইসিসি’র সেরা দশে উঠে এসেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজ। ১৮ ধাপ এগিয়েছেন স্পিনার তাইজুল। বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দেখা যাচ্ছে ৬ ধাপ এগোলেন মুস্তাফিজ।
ইংল্যান্ডের ক্রিস ওকসের সঙ্গে যৌথভাবে ১০ নম্বরে আছেন রয়েছেন এই টাইগার পেসার। ৬৪০ রেটিং পয়েন্ট দ্য ফিজের। ৪৬৯ পয়েন্ট নিয়ে তাইজুল ক্যারিয়ার সেরা ৫৩তম স্থানে রয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে মুস্তাফিজ ৫.২ ওভার করে ১৭ রান দিয়ে নেন ৪ উইকেট। যে ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে দল।
তাইজুল জিম্বাবুয়ে সফরের সেই ম্যাচে ৩৪ রান দিয়ে নেন ২ উইকেট। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১ উইকেট নেন তিনি। শেষ ওয়ানডেতে ২ ওভার করে ১৬ রানে ১ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আগের মতোই পাকিস্তানের বাবর আজম। এরপরই যথাক্রমে ইমাম উল হক, রাসি ফন ডার ডাসেন, কুইন্টন ডি কক ও বিরাট কোহলি। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ট্রেন্ট বোল্ট। এরপরই ভারতের জাসপ্রিত বুমরাহ।
+ There are no comments
Add yours