ইউক্রেনে রাশিয়া হামলা চালানোয় গত ফেব্রুয়ারি থেকে শঙ্কিত তাইওয়ান। তাদের আশঙ্কা- যে কোনো সময় হামলা চালাতে পারে চীন। সম্ভাব্য হামলা থেকে জাদুঘর রক্ষার প্রস্তুতিও শুরু করেছে তারা।
গতমাসে ‘ওয়ারটাইম রেসপন্স এক্সারসাইজ’ সেরে নিয়েছে তাইওয়ানের ন্যাশনাল প্যালেস মিউজিয়াম। হঠাৎ যুদ্ধ বেঁধে গেলে কীভাবে সব গুরুত্বপূর্ণ শিল্পকর্ম রক্ষা করতে হবে, প্রয়োজনে সব কিছু নিরাপদ স্থানে সরাতেও হবে তা শেখানো হয়েছে কর্মীদের।
ন্যাশনাল প্যালেস মিউজিয়ামের পরিচালক মি-চা উ জানান, ‘ওয়ারটাইম রেসপন্স এক্সারসাইজ’র পর জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যুদ্ধ শুরু হলে জাদুঘরের সব নিদর্শন কোথায় কোথায় সরিয়ে নেয়া যেতে পারে তা ঠিক করার চেষ্টা করা হচ্ছে। এর বাইরেও চলছে জাদুঘর রক্ষার আরো কিছু আগাম প্রস্তুতি।
গত ৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে তাইওয়ানের জাতীয় সংসদের স্পিকার ইউ সি-কুন জানান, সরকারের নির্বাহী শাখা জাদুঘরের সব নিদর্শন রক্ষা এবং জরুরি পরিস্থিতিতে সেসব দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পরিকল্পনা চূড়ান্ত করছেন তারা।
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার পেলোসির সফরের পরই তাইওয়ানের চার পাশে ব্যাপক পরিসরে সামরিক মহড়া করে চীন। সাতদিনের সেই মহড়ার সময় চীনে খবর ছড়িয়ে পড়ে, নিজেদের যাবতীয় সংগ্রহ জাপান এবং যুক্তরাষ্ট্রে সরিয়ে নিচ্ছে তাইওয়ান ন্যাশনাল প্যালেস মিউজিয়াম। জাদুঘর কর্তৃপক্ষ অবশ্য পরে বিবৃতি দিয়ে বলেছে, খবরটা গুজব ছাড়া কিছুই নয়।
জাদুঘরের সব সামগ্রী জাপান ও যুক্তরাষ্ট্রে সরিয়ে নেয়ার খবর গুজব হলেও তাইওয়ান যে চীনের হামলার আশঙ্কায় জাদুঘরের নিরাপত্তার বিষয়ে বিশেষ উদ্যোগ নিচ্ছে, তা সত্যি। ‘ওয়ারটাইম রেসপন্স এক্সারসাইজ’ তারই একটা অংশ। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মোট সাত লাখ গুরুত্বপূর্ণ আইটেম থেকে ৯০ হাজারটি নিয়ে ‘ওয়ারটাইম রেসপন্স এক্সারসাইজ’ করা হয়।
+ There are no comments
Add yours