চট্টগ্রামে তিন দিনে ১৭২ ডায়রিয়া রোগী হাসপাতালে

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম নগরীতে গত সোমবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৭২ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৭ জন। বর্তমানে হাসপাতালটিতে ৫৫ জন রোগী চিকিৎসাধীন।

সবশেষ বুধবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হন ৪৫ জন রোগী। ডায়রিয়া আক্রান্তদের মধ্যে শহরের দক্ষিণ-পশ্চিম অংশে সিইপিজেড, হালিশহর, সল্টগোলা ও আশেপাশের এলাকার বাসিন্দা বেশি।

তবে এখন পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে বিআইটিআইডি কর্তৃপক্ষ

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিআইটিআইডির সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশীদ বলেন, ১৫ আগস্ট সকাল ৮টা থেকে ১৬ আগস্ট ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিআইটিআইডিতে ভর্তি হন ৬৯ জন রোগী। পরের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিলেন ৫৮ জন। এছাড়া বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪৫ জন রোগী হাসপাতালটিতে ভর্তি হন। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১৭ জন রোগী। বাকি ৫৫ জন এখনও চিকিৎসাধীন।

ডা. মামুনুর রশীদ বলেন, আজকেও রোগী আসছে। সব বয়সের রোগীই আছে। তবে আক্রান্তদের মধ্যে মাঝ ২০ থেকে ৬০ বয়সী মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। আক্রান্তরা বেশিরভাগই না ফুটিয়ে ওয়াসার সরবরাহ করা পানি পান করেন বলে জানিয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামের সিটি করপোরেশন এলাকায় হঠাৎ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিষয়টি অনুসন্ধান করে দেখতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) চিঠি পাঠানো হয়েছে। এখনই আক্রান্ত হওয়ার কারণ সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। আগামীকাল আইইডিসিআর থেকে   ৩ সদস্যের একটি  প্রতিনিধি দল চট্টগ্রাম ফৌজদারহাটের বিআইটিআইডি সরেজমিনে পরিদর্শন করবেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours