জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এবার চালু করছে ‘চ্যানেল স্টোর’ নামের নতুন ফিচার।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও স্ট্রিমিং সেবার জন্য এই স্টোর চালু হবে। এই স্টোর কার্যকর করার জন্য ইউটিউব এরই মধ্যে বিশ্বের বড় বড় বিনোদনমূলক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে। ইউটিউব তার চ্যানেল স্টোরের জন্য গত ১৮ মাস ধরে কাজ করছে। তবে স্টোর চালুর বিষয়ে ইউটিউব এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
জানা গেছে, ইউটিউব স্যাটেলাইট টিভি ব্যবহারকারীদের সাবস্ক্রিপশনভিত্তিক ভিডিও স্ট্রিমিং পরিষেবার অধীনে আনার পরিকল্পনা করেছে। এই সেবা চালু হলে ইউটিউব রোকু এবং অ্যাপল এর মত কোম্পানির তালিকায় যুক্ত হবে। যারা ইতোমধ্যেই সাবস্ক্রিপশনভিত্তিক ভিডিও স্ট্রিমিং পরিষেবা দিচ্ছে।
এদিকে, ওয়ালমার্ট ভিডিও স্ট্রিমিং পরিষেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত মাসে ইউটিউব কানাডিয়ান ই-কমার্স কোম্পানি শপিফাই এর সাথে পার্টনারশিপ ঘোষণা করেছে। এই অংশীদারিত্বের ফলে, কন্টেন্ট ক্রিয়েটররা তাদের প্রোডাক্টগুলো ইউটিউবে বিক্রির সুযোগ পাবেন।
+ There are no comments
Add yours