নুরুল আবছার নূরীঃ ফটিকছড়ির নানুপুর-অক্সিজেন রুটে যুক্ত হচ্ছে এসি বাস সার্ভিস ‘চট্টলা চাকা এক্সপ্রেস’ ফটিকছড়ি সদর- অক্সিজেন রুটের পর এবার নানুপুর থেকে মাইজভান্ডার-ঝংকার হয়ে অক্সিজেন পর্যন্ত চট্টলা চাকা এক্সপ্রেস’র শীতাতপ নিয়ন্ত্রিত বাস শিঘ্রই চালু হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনি বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, একসময় নানুপুর এবং আজাদী বাজার থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত বাস সার্ভিস চালু ছিল। কিন্তু ধীরে ধীরে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় সার্ভিসটি বন্ধ হয়ে যায়। ফটিকছড়ি থেকে আমরা এসি বাস চালু করার পর যাত্রীরা সন্তুষ্ট হয়ে নানুপুর মাইজভান্ডার থেকে এসি বাস চালু করা অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে আমরা নানুপুর থেকে বাস সার্ভিস চালু করার উদ্যোগ নিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা চলছে। আশা করছি শীঘ্রই এ রুটে এসি বাস সার্ভিস চালু হবে।
এর আগে, যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তিতে নির্ভয়ে ভ্রমণের লক্ষ্যে ফটিকছড়ি- চট্টগ্রাম অক্সিজেন রুটে প্রথমবারের মতো যুক্ত হয় শীততাপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস ‘চট্টলা চাকা এক্সপ্রেস’। যা গত ২৩ মার্চ সকালে ফটিকছড়ি বাস স্ট্যান্ডস্থ মুক্তিযোদ্ধা চত্বরে সার্ভিসটির উদ্ভোধন করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
এর ধারাবাহিকতায় এবার ফটিকছড়ির অন্যতম ব্যস্ততম নানুপুর- মাইজভান্ডার- নাজিরহাট ঝংকার রুটে যুক্ত হচ্ছে এ এসি বাস সার্ভিসটি।
+ There are no comments
Add yours