পুলিশের জরুরি সেবার নম্বরে বারবার কল করতেন এক নারী। ফোন তোলা মাত্রই গালিগালাজ করতেন তিনি। বছরে ২১ হাজার বার গালাগাল করেছেন ওই নারী।
জরুরি সেবার নম্বরের অপপ্রয়োগের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পিনেলাস কাউন্টির বাসিন্দা কার্লা জেফারসন প্রায়ই ৯১১ নম্বরে ফোন করতেন। কর্মকর্তারা ফোন তুলতেই তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।
গত আট মাসে কার্লা ১২ হাজার ৫১২ বার ফোন করেছেন। সেন্ট পিটার্সবার্গ পুলিশের মুখপাত্র ইয়োলান্ডা ফার্নান্দেজ ফক্স ১৩-কে বলেছেন, এটা এমন বিষয় নয় যে ফোন করে পুলিশকে দুদিন গালাগাল দিলাম। এই নারী সব সীমা ছাড়িয়ে গেছেন।
ফার্নান্দেজ জানান, প্রথমে তার সঙ্গে খুব ভদ্রভাবেই কথা বলতেন কর্মকর্তারা। কিন্তু ক্রমশ তার হেনস্থা করার সীমা ছাড়িয়ে যাচ্ছিল, আর সে কারণেই নারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours