ভারতের ৭ রাজ্যে পুরুষের তুলনায় শয্যাসঙ্গী বেশি নারীর

Estimated read time 1 min read
Ad1

ভারতের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের তুলনায় নারীদের গড়ে বেশি যৌনসঙ্গী রয়েছে। তবে পুরুষরা এমন কারও সাথে যৌনমিলন করেছেন যারা তাদের স্ত্রী নন অথবা যার সাথে বসবাসও করেননি, সেই পুরুষদের হার প্রায় ৪ শতাংশ। যা নারীদের ক্ষেত্রে শূন্য দশমিক ৫ শতাংশ।

ভারতের জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার (এনএফএইচএস) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

দেশটির এক লাখ ১০ হাজার নারী এবং ১ লাখ পুরুষের ওপর এই জরিপ পরিচালনা করেছে এনএফএইচএস। জরিপের ফলাফলে অনেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নারীদের গড় যৌনসঙ্গীর সংখ্যা পুরুষদের তুলনায় বেশি দেখা যায়।

জরিপের আগের এক বছরে যে পুরুষরা তাদের স্ত্রী বা লিভ-ইন পার্টনার নয় এমন কারও সাথে যৌনমিলন করেছেন তাদের হার ৪ শতাংশ। আর নারীদের ক্ষেত্রে এই হার শূন্য দশমিক ৫ শতাংশ। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ২৮টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০৭টি জেলায় দেশটির জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা-৫ পরিচালিত হয়েছে।

যেসব রাজ্যে পুরুষের চেয়ে যৌনসঙ্গীর সংখ্যা এগিয়ে নারীরা

আসাম

গড়ে প্রত্যেক নারীর জীবনে যৌনসম্পর্ক হয় ২.১ জন পুরুষের সঙ্গে। গড়ে প্রত্যেক পুরুষের জীবনে ১.৮ জন নারীর সঙ্গে যৌনসম্পর্ক হয়।

হরিয়ানা

গড়ে প্রত্যেক নারীর জীবনে যৌনসম্পর্ক হয় ১.৮ জন পুরুষের সঙ্গে। গড়ে প্রত্যেক পুরুষের জীবনে যৌনসম্পর্ক হয় ১.৫ জন নারীর।

জম্মু এবং কাশ্মির

গড়ে প্রত্যেক নারীর জীবনে যৌনসম্পর্ক হয় ১.৫ জন পুরুষের সঙ্গে। গড়ে প্রত্যেক পুরুষের জীবনে যৌনসম্পর্ক হয় ১.১ জন নারীর সঙ্গে।

কেরালা

গড়ে প্রত্যেক নারীর জীবনে যৌনসম্পর্ক হয় ১.৪ জন পুরুষের। গড়ে প্রত্যেক পুরুষের জীবনে যৌনসম্পর্ক হয় ১.০ জন নারীর।

মধ্যপ্রদেশ

গড়ে প্রত্যেক নারীর জীবনে যৌনসম্পর্ক হয় ২.৫ জন পুরুষের। গড়ে প্রত্যেক পুরুষের জীবনে যৌনসম্পর্ক হয় ১.৬ জন নারীর।

রাজস্থান

গড়ে প্রত্যেক নারীর জীবনে যৌনসম্পর্ক হয় ৩.১ জন পুরুষের। গড়ে প্রত্যেক পুরুষের জীবনে যৌনসম্পর্ক হয় ১.৮ জন নারীর।

তামিলনাড়ু

গড়ে প্রত্যেক নারীর জীবনে যৌনসম্পর্ক হয় ২.৪ জন পুরুষের। গড়ে প্রত্যেক পুরুষের জীবনে যৌনসম্পর্ক হয় ১.৮ জন নারীর।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours