পরীর পাহাড়ে সিসিটিভি স্থাপনে আইনজীবীদের বাধা

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রামের পরীর পাহাড়ের নিরাপত্তায় সিসিটিভি স্থাপনের কাজে আইনজীবী সমিতি বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।  শনিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি ও সিনিয়র সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বলেন, চট্টগ্রামের ঐতিহাসিক পরীর পাহাড়ে জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও আদালত অবস্থিত।

এখানে প্রতিদিন অসংখ্য সেবাপ্রার্থী এবং বিচারপ্রার্থীরা যাতায়াত করেন। এই পরীর পাহাড়ে সেবাপ্রার্থীদের ভিড়ে চোর, বাটপার, ছিনতাইকারী, দালাল, টাউটদের রয়েছে নিত্য আনাগোনা।

পরীর পাহাড়ে সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তার স্বার্থে এবং সেবাপ্রার্থীদের সেবাদান সুষ্ঠু এবং নিরাপদ করার জন্য ১৪৮টি সিসিটিভি মাধ্যমে নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন।

কিন্তু এতেও থেমে নেই দুষ্কৃতিকারীরা। কয়েকটি ক্যামেরা তারা ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া মাঝে মধ্যেই এখানে সেবাপ্রার্থীদের টাকা চুরি বা মোবাইল ছিনতাইয়ের খবর পাওয়া যায়।

সিনিয়র সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম দাবি করেন, দুপুর ২টার দিকে তাদেরকে কাজে বাধা দেন ৫-৭ জন আইনজীবী। আইনজীবীদের সেই দল আক্রমণাত্মকভাবে এগিয়ে এসে সিসিটিভি কাজে নিয়োজিত টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ারদের দ্রুত সিসিটিভি স্থাপনের সরঞ্জাম সরিয়ে নিতে হুমকি দেন। এসময় তারা বলেন, ‘এখানে কোনো সিসিটিভি বসাতে দেওয়া হবে না। আমাদের সেক্রেটারি স্যার সব ক্যামেরা খুলে নিয়ে যেতে বলেছেন। যত দ্রুত পারেন আপনাদের মাল জিনিস নিয়ে এখান থেকে চলে যান, নাহলে ক্যামেরাগুলো আমরাই ভেঙে ফেলব।’

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours