দরজা খুলে দিলে দেখবেন আ.লীগে যোগদানের লাইন কত বড়

Estimated read time 1 min read
Ad1

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনাদের জেলা-উপজেলা থেকে যোগাযোগ করছে, দরজাটা খুলে দিলে দেখবেন আওয়ামী লীগে যোগদানের লাইন কত বড়।

শনিবার (২০ আগস্ট) রাজধানীর বিএমএ অডিটরিয়ামে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি নেতাদের অহঙ্কার না করার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, সারা দুনিয়া এখনও বলে, শেখ হাসিনা জনপ্রিয় নেত্রী। জনপ্রিয়তার প্রমাণ আপনারা বার বার ডাক দিয়েও মাঠে নামাতে পারেননি, ইনশাল্লাহ পারবেনও না। নির্বাচনটা আসুক তখন প্রমাণ পাবেন শেখ হাসিনার জনপ্রিয়তা অপ্রতিরোধ্য, তুঙ্গে। কত উঁচুতে নির্বাচনে টের পাবেন। আমাদের প্রমাণ করতে হবে না।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে টেলিফোন করেছেন, আসুন গণভবনে ডিনার করুন, আমরা কথাবার্তা বলি। কি দুর্ব্যবহারটা করেছে। বারে বারে দেয়াল তুলছেন আপনারা, সম্পর্কের সেতুটা আপনারাই ধ্বংস করে দিয়েছেন এদেশের রাজনীতিতে।

বিদেশে আওয়ামী লীগের কোনো প্রভু নেই দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা, তাদের আদর্শ ধারণ করি এবং সেটাই আমাদের বড় অস্ত্র। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, অন্য কেউ না। বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই। আপনাদের মতো আমাদের প্রভু নেই। আমরা বন্ধুত্ব করি আমাদের স্বার্থে, আমরা বন্ধুত্ব করি আমাদের অতীতে, খারাপ সময়ে কে আমাদের সঙ্গে ছিল। এটা আমরা স্মরণ করি।

তিনি বলেন, কিন্তু আমি কারও দয়ায় তো ক্ষমতায় আসিনি। আমার দেশের জনগণ আমাদের সমর্থন করেছে। আল্লাহপাকের অশেষ রহমত আছে সেজন্যই আমরা ক্ষমতায় আছি। ইনশাআল্লাহ ফখরুল সাহেব তাদের সহকর্মীরা জনমতে তলানিতে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours