দেশের চা নিলাম ও বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল করতে পূর্ণাঙ্গভাবে অনলাইন সিস্টেম চালুর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।
রোববার (২১ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রামের আগ্রাবাদে টিটিএবি চা নিলাম কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনলাইনে চা বিক্রি ও নিলাম পদ্ধতি চালু, ক্রেতা ও বিক্রেতাদের এ বিষয়ে আগ্রহ বাড়ানো লক্ষ্যে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে।
টিটিএবির সভাপতি ওমর হান্নান বলেন, অনলাইনে চা নিলাম চালুর বিষয়ে উৎপাদনকারী, ক্রেতা- বিক্রেতা ও দালালদের দক্ষ করে তোলার অংশ হিসেবে আজকের এই সেমিনার আয়োজন করা হয়েছে।
পূর্ণাঙ্গভাবে অনলাইন চা নিলাম পদ্ধতি চালুর প্রতি গুরুত্বারোপ করে চা বোর্ড চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে অনলাইন চা নিলাম চালু হয়েছে। আমরা চাই বর্তমান ডিজিটাল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দ্রুত চা নিলাম সিস্টেম পূর্ণাঙ্গভাবে অনলাইন প্রক্রিয়ায় সম্পন্ন হোক। এজন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নে টিটিএবিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
+ There are no comments
Add yours