বছরের শেষে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে আশাবাদ

Estimated read time 1 min read
Ad1

চলতি বছরের শেষে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

রোববার (২১ আগস্ট) রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ এবং এর অঙ্গসংগঠনের সঙ্গে হওয়া ভার্চুয়াল টাস্কফোর্স মিটিং শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় প্রেসিডেন্ট কোঅর্ডিনেটরসহ ইউএনএইচসিআর, উব্লিউএফপি, ইউনিসেফ, আইওএম প্রতিনিধিরা ছিলেন।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু না করার ব্যাপারে বাংলাদেশ হতাশ কি না-এমন প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন বলেন, হতাশ হলে তো সবই শেষ। আমাদের তো চেষ্টা করতে হবে। চেষ্টা আমাদের স্বার্থে।

রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বার্ডেন (বোঝা)। আমাদের আরও বেশি চেষ্টা করতে হবে, কারণ রোহিঙ্গারা যেন হতাশ না হয়ে পড়ে, সেই রিস্কগুলো মিনিমাইজ করা। সেই কারণে আমাদের চেষ্টা করতে হবে। আমরা এখনও আশাবাদী, বিফর দ্যা ইনড অব দ্যা ইয়ার হয়তো শুরু করতে পারব।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours