ইউক্রেনের স্বাধীনতা দিবসে আগামী ২৪ আগস্ট রাশিয়া বড় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে।
রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে শনিবার (২০ আগস্ট) ইউক্রেনীয় বাহিনী নতুন করে গোলাবর্ষণ করেছে বলে দাবি মস্কোর। একে ‘পরমাণু সন্ত্রাস’ বলে অভিহিত করেছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শনিবার এক বিবৃতিতে এ অভিযোগ তুলে বলা হয়, ইউক্রেনের দক্ষিণ-পূর্বের অঞ্চল জাপোরিঝিয়ায় অভিযান চালানোর সময় গত জুলাই মাসের শেষ দিকে রুশ সেনাদের বিষ প্রয়োগ করা হয়।
রাশিয়ার এ অভিযোগের জবাবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা বলেন, এটি রুশ সেনাদের মেয়াদোত্তীর্ণ টিনজাত মাংস খাওয়ার ফল হতে পারে। মেয়াদোত্তীর্ণ হলে এ খাবারগুলোয় বোটুলিনাম পাওয়া যায়।
এ অবস্থায় ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবসের আগে রুশ বাহিনী বড়সড় হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইদিন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর ৬ মাস পূর্ণ হবে।
+ There are no comments
Add yours