চট্টগ্রামের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া কোটি টাকার চাঁদাবাজির মামলায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২১ আগস্ট) পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তার শুনানি শেষে এই আদেশ দেন।
মামলায় অভিযুক্ত অপর আসামিরা হলেন- স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য এ টি এম মঞ্জুরুল ইসলাম, এ কে এম নাজমুল আহসান, আবু নাছের চৌধুরী, ইদ্রিস মিয়া ও ইমরান হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তসলিম উদ্দিন বলেন, কোটি টাকার চাঁদাবাজির মামলায় অভিযোগ গঠন করে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুসহ ৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আদালতে দেবু মামলা থেকে অব্যাহতির আবেদন করলেও শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেছেন।
২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ষোলোশহর ২ নম্বর গেট এলাকায় ৫৪ শতক জায়গায় বাড়ি করার জন্য আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ডিজাইন সোর্স লিমিটেডের সঙ্গে চুক্তি করেন বন্ধন নাথ নামের এক ব্যক্তি। ওই দিন কাজ শুরু করতে গেলে আসামিরা এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে বন্ধনকে মারধর করেন আসামিরা।
তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিলে আসামিদের দেওয়া তিনটি স্ট্যাম্পে সই করেন তিনি। স্ট্যাম্পে প্রথম পক্ষ রাখা হয় বন্ধন নাথকে। সেখানে ব্যবসায়িক লেনদেন বাবদ বন্ধন নাথের কাছে আসামিদের পাওনা রয়েছে দেখানো হয়। প্রাইম ব্যাংক লিমিটেড লালদীঘির পূর্ব পাড় শাখার হিসাব নম্বর থেকে পাঁচটি চেক দেন বাদী। আসামিদের সঙ্গে না পেরে ৭০ লাখ টাকা দিতে বাধ্য হন মামলার বাদী।
আবার ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি নির্মাণকাজ করতে গেলে আসামিরা বাকি ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
শেষে বাধ্য হয়ে এই ঘটনায় প্রবাসী বন্ধন নাথ বাদী হয়ে ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাঁচলাইশ থানায় মামলা করেন। পরে পুলিশ দেবাশীষ নাথ ও এ টি এম মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করে।
+ There are no comments
Add yours