রাষ্ট্রবিরোধী মন্তব্য ও জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক ছাত্রকে পুলিশে দিয়ে ‘হয়রানির’ দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ বিল্লাল হোসেনের পদত্যাগ দাবি করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো।
রোববার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ’ ব্যানারে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা বলেন, দেশ ভয়াবহ ফ্যাসিবাদে ডুবে আছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে একটা দলের বাইরে কেউ কোনো কথা বলতে পারবে না, করলেই সে জামায়াত-শিবির ও বিএনপি। সরকারের পোষা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের হল নিয়ন্ত্রণ করছে। ছাত্রলীগের তৈরি করা সন্ত্রাসী কাঠামোর মধ্য দিয়ে গিয়ে ছাত্ররা সন্ত্রাসী হয়ে ওঠে। এ ধরনের বিশ্ববিদ্যালয় আমরা কখনো চাই না।
তারা আরও বলেন, জিয়া হলের ঘটনাই প্রথম ঘটনা নয়, অন্যান্য হলেও এমন ঘটনা নিয়মিতই ঘটছে। কিছু প্রকাশিত হচ্ছে, বেশির ভাগই আড়ালে থেকে যাচ্ছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা না থাকায় তাদের বাধ্য হয়ে কথিত অবৈধ ছাত্র হিসেবে গণরুমে গাদাগাদি করে থাকতে হচ্ছে। গণরুম বিলুপ্ত করে তাদের আবাসনের ব্যবস্থা করতে হবে।
এ ঘটনায় পুলিশ মামলার করার মতো ‘পর্যাপ্ত উপাদান’ না পাওয়ায়’ শুক্রবার বেলা ১২টার দিকে ওই শিক্ষার্থীর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।
+ There are no comments
Add yours