অতিরিক্ত ভাড়া আদায়ে আড়াই লাখ টাকার বেশি জরিমানা

Estimated read time 1 min read
Ad1

অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ঢাকা-চট্টগ্রাম মহানগরের ১১টি স্থান থেকে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় আড়াই লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার (২১ আগস্ট) বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১১টি স্পটে বিআরটিএর ১১টি ভ্রাম্যমাণ আদালত ১৮টি বাসের বিপরীতে ৮০ হাজার টাকা জরিমানা করেছে।

এছাড়া রুটভায়েলেশন/রুট পারমিটিবিহীন, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৯১টি বাসের বিপরীতে ৯১টি মামলায় ২ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিআরটিএ-র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আজিজুল ইসলাম এবং উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। অভিযানে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours