মাদারীপুরের ডাসারে আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াছমীনকে প্রধান অতিথি করায় উপজেলাজুড়ে সমালোচনা চলছে।
রোববার (২১ আগস্ট) রাতে এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
রোববার বিকেলে ডাসার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবেবেক্তব্য দেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াছমীন।
প্রশাসনিক কর্মকর্তাদের রাজনৈতিক অনুষ্ঠানে অতিথি করায় ক্ষুব্ধ সচেতন মহল।
মাদারীপুর আইন সহায়তা কেন্দ্র লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন সমন্বয়কারী অ্যাডভোকেট ইব্রাহিম মিয়া বলেন, ‘সরকারি কর্মচারি আচরণ বিধিমালা ১৯৭৯ এর ২৫ উপবিধি (সংশোধিত) ২০০২ সালের সংশোধিত বিধি মোতাবেক সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা থেকে তাদের বিরত থাকতে বলা হয়েছে।’
এটা চাকরিবিধি লঙ্ঘন কি না, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা চাকরিবিধি লঙ্ঘন কেন হবে? একটা অনুষ্ঠানে গেলেই কি চাকরিবিধি লঙ্ঘন হয়ে যায়?
ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মতিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদারসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
+ There are no comments
Add yours