ভয়াবহ বন্যায় ভাসছে আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় দেশ সুদান। পানিবন্দি হয়ে পড়েছে দেশটির ১ লাখ ৩৬ হাজারের বেশি বাসিন্দা। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নীলনদের পানি।
আগামী কয়েক দিন ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। দেশটির সরকারি হিসাব বলছে, চলমান বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৫ জনের বেশি মানুষ। ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে ১২ হাজারের বেশি। এ ছাড়া ২০ হাজারের বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির রাজনৈতিক সংকটের মধ্যেই ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা দেশটির বাসিন্দারা। নষ্ট হয়ে গেছে ফসলি জমি। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ।
সাম্প্রতিক বছরে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সুদান। গত বছর দেশটিতে বন্যায় প্রাণ হারান ৮০ জন। এ ছাড়া ২০২০ সালে মারা যান শতাধিক। ক্ষতিগ্রস্ত হয় ১০ লাখের বেশি ঘরবাড়ি।
+ There are no comments
Add yours