জ্বালানি তেলের বিক্রয় কমিশন বৃদ্ধি, বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিলসহ তিন দফা দাবিতে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে ১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘট চলছে। তিন বিভাগের সব ডিপো থেকে তেল উত্তোলন করা থেকে বিরত আছেন পাম্প মালিকরা।
তিন দফা দাবিগুলো হলো- জ্বালানি তেলের বিক্রয় কমিশন বৃদ্ধি, বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল ও অয়েল ডিপো হতে ৪০ কিলোমিটারের বাইরের ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি করতে হবে।
সোমবার (২২ আগস্ট) সকাল ৬টায় এ ধর্মঘট শুরু হয়; চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
খুলনায় ভোর ৬টা থেকে খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও তা ১৪ জেলায় সরবরাহ বন্ধ রয়েছে। বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতিসহ চার সংগঠন এই ধর্মঘট পালন করছে।
রাজশাহীতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগে প্রতীকী ধর্মঘট চলছে। তবে মহানগরীর সব পেট্রোল পাম্প খোলা রয়েছে।
রংপুরে ফিলিং স্টেশন খোলা থাকলেও রংপুরে বন্ধ রয়েছে বিপিসির ডিপো থেকে তেল উত্তোলন। তবে বিপিসির স্থানীয় পদ্ম, মেঘনা ও যমুনা ডিপোর সামনে অনেক ট্যাংকলরি দাঁড় করিয়ে রাখা হয়েছে।
+ There are no comments
Add yours