চট্টগ্রামে বকেয়া পরিশোধ না করে কারখানা বন্ধ করায় বিজিএমইএ কার্যালয় ঘেরাও করেছে বেইস টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।
সোমবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিজিএমই কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।
বেলা সাড়ে ১২টার দিকে পাওনা আদায়ে শিল্প পুলিশ ও বিজিএমইএ কর্মকর্তাদের আশ্বাসে দুই দিনের জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করেন।
বাংলাদেশ লেবার ফেডারেশনের পূর্বাঞ্চলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, সিডিএ আবাসিক এলাকায় অবস্থিত বেইস টেক্সটাইলটি শ্রমিকদের গত মে মাসে (আশিংক), জুন, জুলাই ও চলতি আগস্ট মাসের বকেয়া বেতন না দিয়ে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গেল ১৩ আগস্ট কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
তিনমাসের পাওনা পরিশোধ না করে হঠাৎ কারখানা বন্ধ করায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। দুই দিনের মধ্যে পাওনা পরিশোধের বিষয়ে সমাধান না পেলে লাগাতার কর্মসূচির পালন করা হবে হুঁশিয়ারি করেন শ্রমিকরা।
+ There are no comments
Add yours