সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষ করার লক্ষ্যে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সোমবার (২২ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সিডিএ বা কেডিএ অনুসরণে এটা সিলেটের উন্নয়নের জন্য করা হয়েছে, যাতে সিলেটের সিটি করপোরেশন এলাকা বা পারিপার্শ্বিক এলাকার উন্নয়ন করা যায়।
সিলেট শহর বিশেষ করে এখন সিলেট শহর ও আশেপাশে খুবই অপরিকল্পিতভাবে অনেক বিল্ডিং বা বিভিন্ন নির্মাণ কাজ হচ্ছে। সিলেট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার জন্য এই আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours