শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

Estimated read time 0 min read
Ad1

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর থেকে কমিয়ে তিন বছর করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ‘অভিভাবকদের খরচ কমাতে’ এ কোর্সের মেয়াদ এক বছর কমিয়ে আনা উচিত বলে জানিয়েছেন মন্ত্রী।

তবে শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সোমবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ নগরীর পলিটেকনিক মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা অবিলম্বে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে তিন বছরের কোর্সকে চার বছরে বহাল রাখার দাবি জানাচ্ছি। দাবি মানা না হলে আরও কঠোর এবং লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হব।

তারা আরও বলেন, এমনিতেই পলিটেকনিকে পর্যাপ্ত শিক্ষক নেই, ল্যাব সংকট রয়েছে। এগুলো সমাধান না করে শুধু সময় কমিয়ে আনলে আমাদের গুনগত ও মানসম্মত শিক্ষা ব্যাহত হবে। ৪ বছরে যেখানে আমাদের ৫৬টি বই পড়তে হয়। তারপরও অনেক সময় সিলেবাস শেষ করতে হিমশিম খেতে হয়। সেখানে ৩ বছরে আমরা কতটুকু শিখতে পারব?

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours