ফটিকছড়ি উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত ও উপজেলা মৎস ও প্রাণিসম্পদ দপ্তর বাস্তবায়নে, স্থানীয় সরকার বিভাগ-জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) আর্থিক সহায়তায় দুস্থ-গরীব-অসহায় মহিলাদের আত্মনির্ভরশীল করে তুলতে ইউনিয়ন পর্যায়ে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন উদ্যোক্ততা সৃষ্টি ও বিস্তার বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সব্বির রহমান সানির সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ,এম,আবু তৈয়ব।বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা।
বক্তারা বলেন দরিদ্র বিমোচনের অন্যতম হাতিয়ার হল ছাগল পালন। বিশেষ করে অর্ধ অনাবাদি জমিতে ঘাস চাষ করে বা পাহাড়ি ঢালু জমিতে ছাগল চারণে ব্যবস্থা রয়েছে।অল্প জায়গায় সল্প খরচে অনায়াসে ছাগল পালন করে সবালন্ব হওয়া যায়।
ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ১২-১৩ মাসের মধ্যে ২-৩ বাচ্চা দেয়। তা দিয়ে তার সুবিধা মত ছাগল/বাচ্চ বিক্রি করে নিজের প্রয়োজন মেটায় ছাগলের মাংস প্রত্যেক ধর্মের লোকেরা খায় এবং ছাগল পালন ও করে থাকে।
+ There are no comments
Add yours