গ্রামবাসীর অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোড সংলগ্ন জঙ্গল সলিমপুর এলাকায় অবৈধ বসতি উচ্ছেদে প্রশাসনের অভিযানের প্রতিবাদ ও বিচ্ছিন্ন করে দেওয়া বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জঙ্গল সলিমপুরের বাসিন্দারা।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবরোধ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরে অবৈধভাবে বসবাসকারী বাসিন্দারা প্রথমে বায়েজিদ লিংক রোডের এশিয়ান উইমেন ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করেন। সেখানে ঘণ্টাখানেক সড়ক অবরোধের পর চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা

সম্প্রতি জঙ্গল সলিমপুরে অবৈধ বসতি উচ্ছেদ করে সেখানে সরকারি স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে জঙ্গল সলিমপুর এলাকার বিভিন্ন অংশে উচ্ছেদ অভিযান চালানো হয়।

এরপর সরকারের মন্ত্রী এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা সেখানকার খাস জমি পরিদর্শন করেন। এর ধারাবাহিকতায় ২০ আগস্টের মধ্যে দখল করা খাস জমি ছেড়ে দেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, আমরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours