
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক যতো মানুষ মৃত্যুবরণ করেন, তার চেয়ে অনেক বেশি মানুষ যক্ষ্মায় (টিবি) আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত কমিউনিটি, রাইটস অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান ফর টিবি (২০২১-২৩) শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, টিবিতে দেশে দৈনিক প্রায় ১০০ জনের বেশি মানুষ মারা যায়। আর করোনায় বর্তমানে বড়জোর দৈনিক ১/২ জন মারা যায়। সে হিসেবে টিবিতে মৃতের হার অনেক বেশি, কিন্তু সেটি আমরা খেয়ালই করি না
মন্ত্রী বলেন, বিশ্বে ১৩তম মৃত্যুর কারণ টিবি। পৃথিবীতে প্রায় এক কোটি লোক টিবিতে আক্রান্ত, প্রতিবছর প্রায় ১৫ লাখ লোক মারা যায়। আর দেশে প্রতিবছর ৪০ হাজারের মতো মানুষ মারা যায়, তিন লাখ আক্রান্ত হয়।
যক্ষ্মা (টিবি) ভারতে একটি খুব সাধারণ সংক্রমণ যা খুব সংক্রামক। এটি ব্যাকটেরিয়া (সাধারণত মাইকোব্যাকটেরিয়াম যক্ষ্মা) দ্বারা সৃষ্ট একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং সাধারণত ফুসফুসকে প্রভাবিত করে।
+ There are no comments
Add yours